নবনির্বাচিত আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের কমিটির কার্পাসডাঙ্গা শাখার সদস্যদের সৌজন্য সাক্ষাৎ
কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় চুয়াডাঙ্গা জেলার আন্তঃজেলা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের নবনির্বাচিত সদস্যরা সৌজন্য সাক্ষাৎ করেছে কার্পাসডাঙ্গা শাখার সদস্যদের সাথে। গতকাল সোমবার বেলা ১২টার দিকে কার্পাসডাঙ্গা শ্রমিক ইউনিয়ন শাখা অফিসে নবনির্বাচিত জেলা কমিটির সকল সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেয় কার্পাসডাঙ্গা শাখার সদস্যরা। এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি মুনতাজ আলী, সাধারণ সম্পাদক মামুন অর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক মিজানুর রহমান আরফিন, সহসম্পাদক হাফিজুর রহমান শান্ত, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন আনু, কোষাধক্ষ্য দেলোয়ার হোসেন খোকা, প্রচার সম্পাদক আলাউদ্দীন আলা, কার্যকরী সদস্য তহিদুল ইসলাম, সোহেল, নবিন ম-ল, টিটন, শহিদুল ইসলাম, শান্তি মিয়া, ডাবলু মিয়া, জনি মিয়া, উপজেলা শ্রমিক লীগের যুগ্মআহবায়ক শওকত আলী, বাস-ট্রাক ও শ্রমিক পরিবহনের কার্পাসডাঙ্গা শাখার সাবেক সভাপতি আব্দুল হাই মেম্বার, কার্পাসডাঙ্গা ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সভাপতি আকমান আলী, সহসভাপতি শহিদুল সর্দ্দার, সাধারণ সম্পাদক জামাত আলী, সাংগঠনিক সম্পাদক মঞ্জুর রাশেদ তুহিন, শ্রমিক নেতা বাবু, রবিউল, সুবেদার, ফরিদুজ্জামান রানা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন কার্পাসডাঙ্গা শাখার ট্রাক ও ট্রাঙ্কলরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক জামাত আলী।