জীবননগর ব্যুরো: জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ-মাজদিয়া সিঅ্যান্ডএফ অ্যাসোসিয়েশনের সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও অধুনালুপ্ত জীবননগর ইউনিয়ন পরিষদের সদস্য মজিবর রহমান বাবলু ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে….রাজেউন)। গত শুক্রবার ভোর রাতে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে তিনি ঢাকায় মারা যান। গতকাল শনিবার বিকেলে নামাজে জানাজা শেষে তাকে জীবননগর কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। দর্শনার বাসিন্দা মজিবর রহমান বাবলু ছিলেন জীবননগর শহরের মকছুদ সুপার মার্কেটের সত্ত্বাধিকারী ও মরহুম মকছুদ আলী বিশ^াসের জামাতা। তিনি জীবননগর পৌরসভার ৬নং ওয়ার্ড প্রাইমারি স্কুলপাড়ায় স্থায়ীভাবে বসবাস করতেন। জানা গেছে, গত ৩ বছরের ব্যবধানে তিনি তার স্ত্রী ও বড় ছেলেকে হারান। ছোট ছেলে সিতু একজন চিকিৎসক। গত বুধবার তিনি ঢাকায় যান আত্মীয়ের বিয়ে উপলক্ষে। গত শুক্রবার রাতে তিনি স্ট্রোকে আক্রান্ত হলে তাকে হাসপাতালে নেয়া হয়। ভোর রাতে তিনি মারা যান। জীবননগর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজে জানাজা শেষে তাকে কেন্দ্রীয় কবরস্থানে দাফন করা হয়। তার জানাজায় রাজনৈতিক নেতৃবর্গসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন। মজিবর রহমান বাবলুর আকস্মিক এ মৃত্যুতে বিশিষ্ট জনেরা গভীর শোকপ্রকাশ করেছেন।