জীবননগর ব্যুরো: চুয়াডাঙ্গা জেলা প্রশাসক আমিনুল ইসলাম খান গতকাল বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলার দৌলৎগঞ্জ-মাজদিয়া উদ্বোধনকৃত স্থলবন্দর এলাকা পরিদর্শন করেন। এসময় তিনি স্থানীয় ও ভারতীয় ব্যববসায়ীসহ বন্দর বাস্তবায়ন পরিষদের নেতৃবৃন্দের সাথে কথা বলেন। জেলা প্রশাসক বন্দরটির বর্তমান অবস্থান জানতে চান এবং জিরো পয়েন্টে গিয়ে কীভাবে দ্রুততম সময়ের মধ্যে এটি চালু করা যায় তা নিয়ে কথা বলেন।
জীবননগর উপজেলা চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার আরিফুল ইসলাম রাসেল, দৌলৎগঞ্জ-মাজদিয়া স্থলবন্দর বাস্তবায়ন পরিষদের সভাপতি সাবেক উপজেলা চেয়ারম্যান গোলাম মোর্তুজা, উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপাধ্যক্ষ নজরুল ইসলাম, পৌর মেয়র রফিকুল ইসলাম, সাবেক উপজেলা চেয়ারম্যান ও বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল জেলা প্রশাসককে আইসিপিতে স্বাগত জানান। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আয়েশা সুলতানা লাকী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তিথি মিত্র, পৌর আওয়ামী লীগের সভাপতি নাসির উদ্দিন, সাবেক পৌর মেয়র জাহাঙ্গীর আলম, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান, মনোহরপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন খান, সীমান্ত ইউপি চেয়ারম্যান ইসাবুল ইসলাম মিল্টন, প্রেসক্লাব সভাপতি মুন্সী মাহবুবুর রহমান বাবু, সাধারণ সম্পাদক কাজী সামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জিএ জাহিদুল ইসলাম বাবু, সীমান্ত ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালেক মোল্লা, সাধারণ সম্পাদক আব্দুল আজিজ শুকুর, আওয়ামী লীগ নেতা জাকির হোসেন বিশ^াস, উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোসাব কাক্কা, ভারতীয় ব্যবসায়ীদের মধ্যে বাদল ভক্ত, রাম ঘোষ চৌধুরী ও বিতিশ ভক্ত প্রমুখ এসময় উপস্থিত ছিলেন।