দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধিঃ
কুষ্টিয়ার দৌলতপুরে করেনা ভাইরাস দুর্যোগে সাময়িকভাবে কর্মহীন পরিবহণ শ্রমিকদের জন্য ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার“ হিসাবে খাদ্য সহায়তা বিতরণ করেছে উপজেলা প্রশাসন। সোমবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ চত্বরে জেলা প্রশাসনের তত্বাবধায়নে এবং দুর্যোগ ও ত্রাণ মন্ত্রণালয়ের ব্যবস্থাপনায় ২ শতাধিক পরিবহণ শ্রমিককে এ খাদ্য সহায়তা দেয়া হয়।
পরিবহণ শ্রমিকদের হাতে খাদ্য সহায়তা তুলে দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এজাজ আহমেদ মামুন, এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। আরো উপস্থিত ছিলেন ভাইস চেয়ারম্যান সাকিব আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল হান্নান প্রমুখ।
পূর্ববর্তী পোস্ট
শিবচরে বাল্কহেড ও স্পিডবোট সংঘর্ষ, ২৬ মরদেহ উদ্ধার : তদন্ত টিম গঠন
এছাড়া, আরও পড়ুনঃ