আলমডাঙ্গা ব্যুরো: বাড়ির জমি নিয়ে চাচা-ভাতিজার দীর্ঘ ১৫ বছরের দ্বন্দ্ব নিরাসন করলেন চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম। আলমডাঙ্গা উপজেলার কায়েতপাড়া গ্রামের চাচা-ভাতিজা বাড়ির জমি নিয়ে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিলো।
জানা গেছে, উপজেলার কায়েতপাড়া গ্রামের মৃত তোরাপ আলীর ছেলে শহিদুল ইসলামের সাথে মৃত গোলাপ আলীর ছেলে চাচা মকছেদ ও ইনতাজ আলীর বাড়ির ১৯ শতক জমি নিয়ে দীর্ঘ ১৫ বছর ধরে দ্বন্দ্ব চলে আসছিলো। বেশ কয়েকবার এলাকার ম-ল মাতব্বর ও থানা পুলিশ মিমাংসার চেষ্টা করেও কোনো ফল আসেনি। প্রায় ১ দেড় মাস আগে মকছেদ ও ইনতাজ গ্রুপ ওই জমিতে পাকা ঘর তুলতে যায়। ঘর তুলতে শহিদুল বাধা দেয়। শহিদুলের বাধা উপেক্ষা করে মকছেদ ও ইনতাজ গ্রুপ ঘর তুলতে গেলে শহিদুল চুয়াডাঙ্গা জেলার মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলামের অফিসের গিয়ে সমস্ত ঘটনা খুলে বলেন। শহিদুলের নিকট সব শুলে মানবিক পুলিশ সুপার জাহিদুল ইসলাম একটি অভিযোগ দিতে বলেন। পরে শহিদুলের অভিযোগটি আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক অপারেশন স্বপন কুমার দাসের নিকট দিয়ে ব্যবস্থা নিয়ে বলেন। গত ১৮ জুলাই পুলিশ পরিদর্শক স্বপন কুমার দাস কায়েতপাড়া গ্রামে গিয়ে উভয়পক্ষকে ডেকে জমি মাপজোপ করেন। মাপযোগ শেষে দুপক্ষকে নিয়ে বসে আলাপ আলোচনার মাধ্যমে ১৫ বছরের জমি নিয়ে দ্বন্দ্বের অবসান ঘটান। পরে উভয়পক্ষ ওই জমি নিয়ে আর কখনো দ্বন্দ্বে লিপ্ত হবে না মর্মে অঙ্গিকার করেন।