স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে প্রকাশিত জাতিয় দৈনিক ইংরাজী পত্রিকা “দি বাংলাদেশ টুডে” দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন সাংবাদিক হাসমত আলী। গতকাল বুধবার সকালে দি বাংলাদেশ টুডে পত্রিকার সম্পাদক ও প্রকাশকের স্বাক্ষরিত নিয়োগ পত্র ডাক যোগে হাতে পৌছায়। সাংবাদিক হাসমত দর্শনা প্রেসক্লাবের সদস্য। সেই সাথে তিনি জাতীয় দৈনিক “যায়যায়দিন” পত্রিকার দামুড়হুদা উপজেলা প্রতিনিধি হিসেবে এবং চুয়াডাঙ্গা থেকে বহুল প্রচারিত দৈনিক মাথাভাঙ্গার কুড়ুলগাছি প্রতিনিধি হিসেবে কৃতিত্বের সাথে দায়িত্ব পালন করছেন। দেশের বহুল প্রচারিত দি বাংলাদেশ টুডে পত্রিকায় নিয়োগ পাওয়ায় দর্শনা প্রেসক্লাবসহ উপজেলার সকল সাংবাদিক, সুধী মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।