দামুড়হুদা লোকমোর্চার পক্ষ থেকে নবাগত উপজেলা নির্বাহী অফিসারকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে
দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে উপজেলা লোকমোর্চার পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন। সোমবার দুপুর দুইটার দিকে উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে এই ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সচিব কানিজ ফাতেমা, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য জাহিদ হাসান জনি শাহা, ইউনুছ আলী, দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, মোজাম্মেল শিশির, মিরাজুল ইসলাম মিরাজ, শুকুমার চন্দ্র বাধন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আশরাফ আলী প্রমুখ। ৩০তম বিসিএস নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান করোনা মহামারি প্রতিরোধে স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বেশী বেশী প্রচার প্রচারণা চালানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।
দামুড়হুদায় উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি
দামুড়হুদা অফিস: বোরো ধান সংগ্রহে সরকারি নীতিমালা যথাযথ বাস্তবায়নের দাবিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার বরাবর স্মারকলিপি প্রদান করেছে দামুড়হুদা উপজেলা লোকমোর্চা। গতকাল সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানের নিকট স্মারকলিপি দেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা লোকমোর্চার সচিব কানিজ ফাতেমা, দামুড়হুদা উপজেলা লোকমোর্চার সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, উপজেলা লোকমোর্চার নির্বাহী সদস্য জাহিদ হাসান জনি শাহা, ইউনুছ আলী, সদস্য দামুড়হুদা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাংবাদিক হাবিবুর রহমান, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আওয়াল হোসেন, সাংবাদিক সমিতির সভাপতি ইকরামুল হক পিপুল, মোজাম্মেল শিশির, মিরাজুল ইসলাম মিরাজ, শুকুমার চন্দ্র বাধন, কার্পাসডাঙ্গা ইউনিয়ন লোকমোর্চার সভাপতি আশরাফ আলী প্রমুখ। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বলেন, সরকারের নীতিমালার মধ্য দিয়ে ধান সংগ্রহ করা হবে। কোনোরকম দুর্নীতি বা অনিয়ম মেনে নেয়া হবে না।