কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা মুন্সিপুরের সুন্দরকে ফেনসিডিলসহ আটক করেছে পুলিশ। গতকাল রোববার দুপুর ১ টার দিকে কার্পাসডাঙ্গা ফাঁড়ি পুলিশ তাকে আটক করে। সুন্দর (২৮) মুন্সিপুর গ্রামের মৃত রহমতুল্লা ওরফে ফটিকের ছেলে।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে ফাঁড়ির আইসি এসআই আতিকুর রহমান জুয়েল ও মো. হুমায়নের নেতৃত্বে মাদকবিরোধী অভিযান চালানো হয় পিরপুরকুল্লা তালসারি এলাকায়। এ সময় সুন্দরের দেহ তল্লাশি করে ৫ বোতল ফেনসিডিলসহ তাকে আটক করে পুলিশ সদস্যরা। একই সময় মুন্সিপুর গ্রামের কালুর ছেলে মাহবুর (২৭) ৩ বোতল ফেনসিডিল ফেলে পালিয়ে যায়। পরে পুলিশ সদস্যরা ফেলে যাওয়া ফেনসিডিল উদ্ধার করে। এসআই আতিকুর রহমান জুয়েল সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে মুন্সিপুর গ্রামের সুন্দরকে ৫ বোতল ফেনসিডিলসহ আটক করি। এসময় একই গ্রামের মাহবুবের ফেলে যাওয়া ৩ বোতল ফেনসিডিল উদ্ধার করি। সুন্দরের বিরুদ্ধে মামলা ও মাহবুবকে পলাতক আসামি হিসেবে দামুড়হুদা মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।