দামুড়হুদা অফিস: উৎসবমুখর পরিবেশে দামুড়হুদা বাসস্ট্যান্ডস্থ মালিক সুপার মার্কেটের ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে আওয়ামী লীগ নেতা সেলিম উদ্দীন বগা সভাপতি ও বিশিষ্ট কাপড় ব্যবসায়ী শরিফুল ইসলাম সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। নির্বাচন চলাকালীন সময়ে ভোট কেন্দ্র পরিদর্শন করেন দামুড়হুদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ।
জানা যায়, গতকাল বুধবার সকাল ৯টা থেকে দুপুর ১২টার পর্যন্ত মালিক সুপার মার্কেটের অফিস কক্ষে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে ৮০জন ভোটারের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন ৭৯জন ভোটার। এই নির্বাচনে ৯টি পদের বিপরিতে ১৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে। সভাপতি পদে মা গার্মেন্টেসের মালিক আ.লীগ নেতা সেলিম উদ্দীন বগা (আনারস) প্রতীকে ৫৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী খান এন্টারপ্রাইজের মালিক দামুড়হুদা সদর ইউপি সদস্য জাহিদুল ইসলাম (ফুটবল) প্রতীকে পেয়েছেন ২৪ ভোট। সাধারণ সম্পাদক পদে এসএ ফ্যাশনের মালিক শরিফুল ইসলাম শরিফ (মোবাইল) প্রতীকে ৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার একমাত্র নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী রাজ ফ্যাশনের মালিক আমিনুল ইসলাম রশিদ (মোটরসাইকেল) প্রতীকে পেয়েছেন ৩৭ ভোট। সহসম্পাদক পদে এসএস ফ্যাশনের মালিক স্বপন চৌধুরী (চশমা) প্রতীকে ৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী সু’প্যালেসের মালিক সাজেদুর রহমান ইমন (টিউবওয়েল) প্রতীকে পেয়েছেন ২৭ ভোট। কোষাধ্যক্ষ পদে আয়ান সু’র মালিক মোহাম্মদ আলি (বই) প্রার্থীকে ৪৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটমত প্রতিদ্বন্দ্বী প্রার্থী ভাই ভাই গার্মেন্টেসের মালিক মামুনুর রশিদ জনি পেয়েছেন ৩১ ভোট। সদস্য নির্বাচিত হয়েছেন মেহেদী হাসান, আব্দুল্লাহ আল মামুন, বাবু আলি, আনোয়ার হোসেন টিটন, আবুল কালাম আজাদ, সোলাইমান বাদশা ইমন।
এদিকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় সহসভাপতি নির্বাচিত হয়েছেন সিদ্দিকিয়া গার্মেন্টেসের মালিক আবু বক্কর সিদ্দিক, দপ্তর সম্পাদক পদে মা কসমেটিক্সের মালিক আল মিরাজ, প্রচার সম্পাদক পদে পোশাক মহলের মালিক রুবেল রাজ, ক্রীড়া সম্পাদক পদে নিউ কালেকশনের মালিক নুর আলম দিপু। ভোটগ্রহণ শেষে প্রধান নির্বাচন কমিশনার নজরুল ইসলাম আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন। এ সময় নির্বাচনে বিজয়ীদের অভিনন্দন ও শুভেচ্ছা জানান উপজেলা আ.লীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ। এই নির্বাচনে সহকারী নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন হাফেজ মাও. আব্দুল খালেক, আনোয়ার হোসেন, সালাউদ্দীন, শরিফুল ইসলাম নিশান, আসিফ করিম।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ