দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ হাজার টাকা মানবিক সহায়তা পেয়েছেন কুড়ুলগাছি গ্রামের শারীরিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম। গতকাল সোমবার দুপুরে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মানবিক সহায়তা প্রদান করা হয়। উপকারভোগী হলেন-দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নের হরিশ্চন্দ্রপুর গ্রামের রহম আলীর ছেলে শফিকুল ইসলাম (৩৬)। উল্লেখ্য, কয়েকদিন আগে শফিকুল ইসলামের ছেলে পানিতে ডুবে মৃত্যুবরণ করেন। শফিকুল ইসলাম একজন শারীরিক প্রতিবন্ধী। তার ছেলে তাকে কাজকর্মে সহযোগিতা করতেন। ছেলেকে হারিয়ে শফিকুল ইসলামের পরিবার অসহায় জীবন যাপন করছিলেন। তারই প্রেক্ষিতে দামুড়হুদা উপজেলা প্রশাসনের উদ্যোগে ২৫ হাজার টাকা মানবিক সহায়তা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলী মুনছুর বাবু, উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, কুড়–লগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দিন, হাউলী ইউপি চেয়ারম্যান নিজাম উদ্দিন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি আরিফুল ইসলাম মিলন, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবীব, শমসের আলী প্রমুখ।