দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার দিলারা রহমান কে বিদায় সংবর্ধনা ও নবাগত নির্বাহী অফিসার তাছলিমা আক্তার কে বরণ করা হয়েছে। গতকাল রোববার বিকেলে দামুড়হুদা উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিষদ চেয়ারম্যানের দফতরে বিদায় ও বরণ অনুষ্ঠান হয়। দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবুর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা.মশিউর রহমান, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলি, দামুড়হুদা মডেল থানার ওসি আব্দুল খালেক, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান খলিলুর রহমান ভুট্টু, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান শাহ্ মো. এনামুল করিম, হাউলী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলি, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমানকে সিনিয়র সহকারী সচিব হিসেবে পরিকল্পনা বিভাগে বদলি করা হয়েছে। এদিকে গতকালই দামুড়হুদার নবাগত উপজেলা নির্বাহী অফিসার তাছলিমা আক্তার যোগদান করেছেন। তিনি ৩১তম বিসিএসের প্রশাসন ক্যাডার। এর আগে সাতক্ষীরা জেলার দেবহাটা উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ