দামুড়হুদা অফিস: দামুড়হুদা উপজেলা আইনশৃংখলা ও চোরাচালান প্রতিরোধ কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস কক্ষে সভাটি অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা বেগমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আব্দুল গফুর, দামুড়হুদা মডেল থানার ওসি ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার ওসি (তদন্ত), দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফ। এ সময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রকৌশলী খালিদ হোসেন, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, হাউলী ইউপি চেয়ারম্যান ভারপ্রাপ্ত নিজাম উদ্দিন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিমসহ বিজিবি প্রতিনিধিবৃন্দ।
সভায় গৃহীত সিদ্ধান্তগুলো হলো চলমান বিদ্যুৎ সঙ্কট মোকাবেলায় বিদ্যুৎ অপচয়রোধে রাত ৮টার পর দামুড়হুদা উপজেলার সকল প্রকার দোকানপাট, কাঁচা বাজার, বিপনী-বিতান, মার্কেট বন্ধ রাখতে হবে। তবে সীমান্তবর্তী কার্পাসডাঙ্গা, কুড়–লগাছি ও পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের দোকানপাট রাত ১০টা পর্যন্ত খোলা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। এছাড়াও সভায় দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি এম নুরুন্নবী কৃষি কর্মকর্তা কর্তৃক সাংবাদিক শামীম রেজাকে লাঞ্ছিতের প্রতিবাদে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।