দামুড়হুদা অ্যাসিল্যান্ড মহিউদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে অভিনন্দন
দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে অন্যের জীবন বাঁচাতে নিজের জীবন বাজি রেখে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিনকে ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। গত ১০ জুন স্বাক্ষরিত ভূমি মন্ত্রণালয় থেকে প্রেরিত অভিনন্দন পত্রটি গতকাল সোমবার হাতে পান দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন। অভিনন্দনপত্রে বলা হয়েছে, শুভেচ্ছা নিবেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস (কোভিট-১৯) গত মার্চ মাসে বাংলাদেশে হানা দেয়। প্রথম করোনারোগী শনাক্ত হওয়ার পূর্ব থেকে অদ্যাবধি মাঠ পর্যায়ে এই মরণব্যাধির সংক্রমণ প্রতিরোধে অকুতোভয় সম্মুখ সমরযোদ্ধা হিসেবে লড়াই করে যাচ্ছেন। এ জন্য ভূমি মন্ত্রণালয়ের পক্ষ থেকে আপনাকে অভিনন্দন জানাচ্ছি। আপনি জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারের নিদের্শনায় সম্মানিত জনপ্রতিনিধি, সশস্ত্র বাহিনী, পুলিশ বিভাগ, স্বাস্থ্য বিভাগ এবং সুধীমহলের সহায়তায় করোনা ভাইরাসের বিরুদ্ধে অবিরামভাবে অন্তহীন গতিতে, জীবন বাজি রেখে যে ত্যাগ স্বীকার করেছেন তা এক অনন্য ও অনুকরণীয় দৃষ্টান্ত। করোনা বিস্তাররোধে সামাজিক দূরত্ব নিশ্চিতকরণ, গণসচেতনতা সৃষ্টি, অসহায় ও সঙ্কটাপন্ন মানুষের ঘরে ঘরে মানবিক সহায়তা ও ত্রাণ সামগ্রী পৌঁছে দেয়ার পাশাপাশি নিত্য প্রয়োজনীয় পণ্যের বাজার দর নিয়ন্ত্রণ, মোবাইলকোর্ট পরিচালনাসহ বহুমুখী চ্যালেঞ্জ গ্রহণ করেছেন। মহান মৃক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে অবিশ্রান্ত ঝর্ণাধারার মতো আপনি কর্মচঞ্চল। আপনার প্রতুৎপন্নমতিত্বের নিকট নিত্য নতুন সমস্যার তাৎক্ষণিক ও সহজ সমাধান সত্যিই বিস্ময়কর। স্ত্রী, সন্তান, পিতা-মাতার জীবনের দিকে না তাকিয়ে মৃত্যুঝুঁকি মাথায় নিয়ে কেবল জনগণের জন্য সেবা, মানবতা ও মহানুভবতার পরিচয় দিয়ে অনন্য উদাহরণ সৃষ্টি করেছেন। এই মানবিক কর্মকান্ডে সরাসরি সম্পৃক্ততার জন্য আপনাকে এবং আপনার মাধ্যমে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। ভূমি মন্ত্রণালয় আপনার সঙ্গে আছে এবং থাকবে। সংশ্লিষ্ট সকলের সার্বিক প্রচেষ্টায় আপনার উপজেলার সম্মানিত জনগণ অচিরেই করোনমুক্ত পরিবেশ পাবেন। উপজেলা আবার কর্মচঞ্চল হয়ে উঠবে এইাই প্রত্যাশা করি। এদিকে কাজের স্বীকৃতিস্বরূপ অভিনন্দনপত্র পেয়ে অনুভূতি ব্যক্ত করতে গিয়ে দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মহিউদ্দিন জানান, এটা বলাই বাহুল্য যে কোনো স্বীকৃতি কাজের গতিকে তরান্বিত করে। বেড়ে যায় দায়িত্ববোধ।