দামুড়হুদায় সরকারিভাবে বোরো ধান ক্রয় সংক্রান্তে লোকমোর্চার পক্ষ থেকে ইউএনও’র নিকট স্মারকলিপি পেশ

 

দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় অভ্যন্তরীণ খাদ্যশস্য সংগ্রহ নীতিমালা অনুযায়ী সরাসরিভাবে কৃষকের কাছ থেকে বোরোধান ক্রয় সংক্রান্তে উপজেলা লোকমোর্চার পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসারের নিকট ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপি পেশ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২ টার দিকে দামুড়হুদা উপজেলা লোকমোর্চার ভারপ্রাপ্ত সভাপতি সাবেক ইউপি সদস্য সেলিনা আক্তার এবং সাধারণ সম্পাদক হাজি সহিদুল ইসলামের স্বাক্ষরিত স্মারকলিপিটি উপজেলা নির্বাহী এসএম মুনিম লিংকনের হাতে তুলে দেয়া হয় এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে লোকমোর্চার পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়। এ সময় উপস্থিত ছিলেন লোকমোর্চা কার্যক্রমের সমন্বয়কারী আনিছুর রহমান, উপ-সমন্বয়কারী কামরুজ্জামান যুদ্ধ, সদস্য আব্দুল মমিন মাস্টার, বখতিয়ার হোসেন বকুল, এসএম জাহিদ হাসান জনি প্রমুখ। ৬ দফা দাবী সম্বলিত স্মারকলিপিতে বলা হয়েছে, অভ্যন্তরীণ খাদ্যশস্য নীতিমালা ২০১৭ এর ৯(ক) উপ-অনুচ্ছেদ এর সংশোধনীসহ শতভাগ বাস্তবায়নকরণ, প্রান্তিক কৃষকদের অগ্রাধিকার নিশ্চিতকরণ, কৃষি বিভাগ কর্তৃক প্রস্তুতকৃত ডাটাবেইজে প্রাথমিকভাবে প্রান্তিক ও মহিলা কৃষক নির্বাচন এবং তাদের তালিকা প্রকাশকরণ, তালিকাভূক্ত কৃষকদের উপস্থিতিতে ব্লকওয়ারী লটারি নিশ্চিতকরণ, তালিকা বহির্ভূত কোনো কৃষকের নিকট হতে ধান ও গম ক্রয় না করা, হটলাইন চালুকরণ এবং যে কোনো ধরণের অনিয়মের অভিযোগ উত্থাপিত হলে তা গুরুত্বের সাথে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণকরণ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More