দামুড়হুদা অফিস: চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা শিল্পকলা একাডেমির আয়োজনে একক সঙ্গীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা অডিটোরিয়াম হলে শিল্পকলা একাডেমির সদস্য ইসমাইল হোসেন একক সঙ্গীত পরিবেশন করেন। নবাগত দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ অনুষ্ঠানের উদ্বোধন করেন। এ সময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সঙ্গীত শিক্ষক আসমত আলী।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা আ.লীগের সাবেক সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দামুড়হুদা আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ কামাল উদ্দীন, ওদুদ শাহ ডিগ্রি কলেজের শিক্ষক মিল্টন কুমার শাহ, দামুড়হুদা সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক ও সাবেক জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অভিজিত কুমার বিশ্বাস, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার রাফিজুল ইসলাম, উপজেলা পাট অফিসার রিয়াজুল ইসলাম, সঙ্গীত শিক্ষক আক্কাছ আলী, উপজেলা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, নজরুল ইসলাম, আবুল হাশেম, সাবেক ইউপি সদস্য আবুল হাশেম, শিল্পী ছাইদুর রহমান প্রমুখ। এর আগে ইসমাইল হোসেনকে ফুলেল শুভেচ্ছা জানান, শিল্পকলা একাডেমির সদস্যবৃন্দ। তবলায় ছিলেন রাজন ও কিবোর্ডে ছিলেন আরিফ হোসেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমবায় অফিসার হারুন অর রশিদ।