দামুড়হুদা অফিস: দামুড়হুদায় মেধাবী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টার দিকে দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদ চত্বরে মাধ্যমিক বিদ্যালয়ের ১০জন শিক্ষার্থীদের মাঝে ১০টি বাইসাইকেল বিতরণ করা হয়। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের এলজিএসপি প্রকল্পের অধিনে বাইসাইকেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলীর সভাপতিত্বে বাইসাইকেলে বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা যুবলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক সেলিম উদ্দিন বগা, দামুড়হুদা উপজেলা ছাত্র লীগের সাধারণ সম্পাদক সাজু আহমেদ রিংকু। এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা সদর ইউপি সদস্য নুরুল ইসলাম, লিয়াকত আলী জোয়ার্দার, জাহিদুর ইসলাম, সামসুল ইসলাম, মতিয়ার রহমান, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সুলতান আহম্মেদ, আওয়ামী লীগ নেতা জোনাব আলী, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের সকল ওয়ার্ডের মেম্বারগণসহ আওয়ামীলীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটির সহযোগিতায় ছিলেন দামুড়হুদা সদর ইউপি সচিব শামীম রেজা।