দামুড়হুদা অফিস: দামুড়হুদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা এ সভায় সভাপতিত্ব করেন। সভায় প্রধান অতিথী ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক হাউলি ইউপি চেয়ারম্যান হাজি সহিদুল ইসলাম।
২১ ফেব্রুয়ারি সঠিক মাপে ও নিয়মে জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন উপকমিটি গঠনসহ নির্দেশনা দেয়া হয়।
সভায় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মনিরুজ্জামান, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ, দর্শনা থানার সেকেন্ড অফিসার, সদর ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক জেলা পরিষদের সাবেক সদস্য শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, পারকৃষ্ণপুর-মদনা ইউপি চেয়ারম্যান এসএম জাকারিয়া আলম, কুড়–লগাছি ইউপির চেয়ারম্যান কামাল উদ্দীন, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, আওয়ামীলীগ নেতা সেলিম উদ্দীন বগা, উপজেলা কৃষক সংগঠনের সভাপতি সামসুল আলম, দামুড়হুদা শিল্পকলা একাডেমির শিক্ষক আসমত আলী বিশ্বাস, দামুড়হুদা সদর ইউপির সাবেক সদস্য আবুল হাশেম, আব্দুল হালিম ভুট্টু, উপজেলার প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।