দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন

স্টাফ রিপোর্টার : দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়েছে। গতকাল শনিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের কাগজপত্র যাচাই-বাছাই করা হয়। উপজেলা যাচাই-বাছাই কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান এবং এমপির প্রতিনিধি বীর মুক্তিযোদ্ধা আছির উদ্দীন যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। উপজেলা যাচাই-বাছাই কমিটির সদস্য সচিব উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমান জানান, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সুপারিশক্রমে বীর মুক্তিযোদ্ধাদের বেসাময়িক গেজেট নিয়মিতকরণের লক্ষ্যে দামুড়হুদায় মহান স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণকারী মুক্তিযোদ্ধাদের যাচাই-বাছাই করা হয়। মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত উপজেলার সকল বীর মুক্তিযোদ্ধাদের উপস্থিতিতে যাচাই-বাছাই কার্যক্রম করা হয়। যাচায় বাছাইকালীন উপজেলার দর্শনা পৌরসভাসহ ৮ ইউনিয়নে মোট ৬০ মুক্তিযোদ্ধার তালিকায় নাম লিপিবদ্ধ করার জন্য কাগজপ্রত্র জমা দেন। ৬০ জনের মধ্যে ১০ জন মুক্তিযোদ্ধার ভারতীয় তালিকা ও লাল মুক্তিবার্তা বা মন্ত্রণালয় কর্তৃক স্বীকৃত ও অনলাইনে নাম থাকায় তাদেরকে যাছাই বাছাই আওতামুক্ত রাখা হয়। বাকি ৫০ জনের কাগজপ্রত্র যাচাই-বাছাই করা হয়। এর মধ্যে মদনা গ্রামের মৃত কেরামত আলীর ছেলে আনছার আলী বেসাময়িক গেজেট নং ৯৩৯ এর কাগজপত্র না থাকায় ৪৯ জন বীর মুক্তিযোদ্ধাদের কাগজপ্রত্র যাচাই- বাছাই কার্যক্রম সম্পন্ন করা হয়। পরে বাছাইকৃতদের নাম জাতীয় মুক্তিযোদ্ধা কার্যালয়ে পাঠানো হবে বলেও জানান তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More