কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের হুদাপাড়া গ্রামে বজ্রপাতে দুজন কৃষক আহত ও ৩টি গরুর মৃত্যু হয়েছে। জানা গেছে, গতকাল মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে হুদাপাড়া দক্ষিণমাঠে হুদাপাড়া গ্রামের মৃত কামাল ঘরাই’র ছেলে মুকুল ও খুদুর ছেলে এবং একই গ্রামের রমজানের ছেলে আহাদের নিজ নিজ ১টি করে গরু মাঠে ছিলো। এ সময় বজ্রপাত ঘটলে বজ্রপাতে ৩টি গরুর শরীর পুড়ে যায় এবং ঘটনাস্থলে গরুগুলো মারা যায়। বজ্রপাতের সময় মাঠে গরুর সাথে থাকা খুদুর ছেলে ও একই গ্রামে শাহিন আহত হয়। স্থানীয়রা দ্রুত আহত দুজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য চিকিৎসকের নিকট নিয়ে যায়। এ বিষয়ে ইউপি সদস্য নুর মোহাম্মদ ভগু জানান, বজ্রপাতে হুদাপাড়া দক্ষিণমাঠে ৩টি গরু মারা যায় ও দুজন ব্যক্তি আহত হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ