দামুড়হুদা ব্যুরো: দামুড়হুদায় পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্পের আওতায় ৩ দিনব্যাপী ইউনিয়ন ভলান্টিয়ার ভ্যাক্সিনেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার দিলারা রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে পিপিআর রোগ নির্মূল এবং ক্ষুরারোগ নিয়ন্ত্রণ প্রকল্প, প্রাণিসম্পদ অধিদফতর ঢাকার অর্থায়নে দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ দফতরের বাস্তবায়নে এলাকার বেকার যুবকদের মাঝে ওই প্রশিক্ষণ দেয়া হয়। জেলা কৃত্তিম প্রজননকেন্দ্র কুষ্টিয়ার সহকারী পরিচালক (এপি) ডা. মো. গোলাম হায়দার, দামুড়হুদা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মশিউর রহমান প্রমুখ। প্রশিক্ষণের সার্বিক সহযোগিতায় ছিলেন উপজেলা সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা আনোয়ার হোসেন ও অফিস সহকারী সাফায়েতুল ইসলাম।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ