দামুড়হুদা অফিস: দামুড়হুদা নবাগত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমকে বরণ করে নেয়া হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে এ বরণ অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের আয়োজনে বরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। নবাগত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগম উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য অফিসারদের সহযোগিতা কামনা করেন। এসময় নবাগত উপজেলা নির্বাহী অফিসার সানজিদা বেগমকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, উপজেলা প্রোকৌশলী খালিদ হাসান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান শাহিদা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আব্দুল্লা আল মামুন, উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আয়ুব আলী, উপজেলা নির্বাচন কর্মকর্তা ইসহাক আলী, দর্শনা পৌরসভার প্যানেল মেয়র আব্দুল খালেক, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক হযরত আলী, কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাস, জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, পারকৃষ্ণপুর মদনা ইউপি চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন, হাউলী ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) নিজাম উদ্দিন, নতিপোতা ইউপি চেয়ারম্যান ইয়ামিন আলী, জেলা পরিষদের সদস্য শফিউল কবির ইউসুফ ও উপজেলা পরিষদের সকল দফতরের কর্মকর্তাবৃন্দ।