স্টাফ রিপোর্টার: দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ায় দিনদুপুরে আসহায় নারী মহিরা খাতুনের বাড়িঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। গতকাল শনিবার দুপুর ২টার দিকে স্থানীয় ৩জনসহ ৮-১০জন ভাড়াটিয়া লোক অসহায় মহিরা খাতুনের বাড়িতে অনাধিকার প্রবেশ করে রান্না ঘর, গোয়ালঘর ও বাড়ির সীমানা পাঁচিল ভেঙে দিয়ে যায়।
অভিযোগসূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার মৃত হাজারী মোল্লার তিন ছেলে পল্টু (৩৫), মন্টু (৫০) ও লাল্টুদের (৫৫) সাথে স্থানীয় পাড়ার অসহায় মহিরা খাতুনের সাথে জমিজমা সংক্রান্ত বিরোধ চলে আসছিলো। সেই ঘটনার জের ধরে প্রায়ই মহিরা খাতুনকে বিভিন্ন সময়ে গালমন্দ করতো। এ বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপস মীমাংসাও হয়। এরপরও গতকাল শনিবার দুপুরে পল্টু, মন্টু ও লাল্টুসহ অজ্ঞাতনামা ৮-১০জন এসে ওই অসহায় নারীর বাড়ির রান্নাঘর, গোয়ালঘর ও বাড়ির সীমানা পাঁচিল ভাঙচুর করে। এ ঘটনায় মহিরা খাতুন বাদী হয়ে পল্টু, মন্টু ও লাল্টুসহ অজ্ঞাত ৮-১০ জনকে আসামি করে দামুড়হুদা মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ