দামুড়হুদা অফিস: মহামারী করোনা দুর্যোগ মোকাবেলায় দামুড়হুদা সদর ইউনিয়নের কর্মজীবী কর্মহীন ৩৭৫টি পরিবারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। গতকাল রোববার দুপুরে দামুড়হুদা শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়। দামুড়হুদা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা দিলারা রহমানের সভাপতিত্বে খাদ্য সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু। এ সময় অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, জেলা পরিষদের সদস্য ও দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবির ইউসুফ, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান প্রভাষক শরীফুল আলম মিল্টন, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি এম নুরুন্নবী। খাদ্য সহায়তা প্রদানকালে দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা একটি মানুষকেও যেন না খেয়ে থাকতে হয়। আর সেটি নিশ্চিত করতে আমরা কাজ করে যাচ্ছি। পর্যায়ক্রামে উপজেলার কর্মহীন প্রতিটি পরিবারে খাদ্য সহায়তা পৌঁছে দেয়া হবে। আপনারা সকলে সরকারি সকল প্রকার নির্দেশনা মেনে চলুন। নিজে সুস্থ থাকুন ও পরিবারকে সুস্থ রাখুন। খাদ্য সহায়তা প্রদানকালে এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসের নাজির ওমর ফারুক, দামুড়হুদা সদর ইউপি সদস্য মুনছুর আলী।
পূর্ববর্তী পোস্ট
করোনার সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় চুয়াডাঙ্গায় ৭২ ঘণ্টার বিধিনিষেধ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ