দামুড়হুদা ব্যুরো: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে চুয়াডাঙ্গা জেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক, বিএনপির কেন্দ্রীয় কমিটির উপ-কোষাধ্যক্ষ বিশিষ্ট শিল্পপতি মাহমুদ হাসান খান বাবুর সৌজন্যে দামুড়হুদা উপজেলায় করোনা ভাইরাসে ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার দিনব্যাপী উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। খাদ্য সামগ্রীর মধ্যে আছে চাল, আটা, ডাল ও তেল। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা বিএনপির বর্তমান সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, কার্পাসডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি আবুল কাশেম, সাধারণ সম্পাদক আবু সাইদ বিশ্বাস, জুড়ানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিপু, হাউলী ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি সলেমান মল্লিক, সাধারণ সম্পাদক আ. ওয়াহেদ, দামুড়হুদা ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রহমান মালিথা, সাধারণ সম্পাদক আ. রহিম, কুড়–লগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আ. রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক হাবিবুর রহমান, নতিপোতা ইউনিয়ন বিএনপির সভাপতি রহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, নাটুদহ ইউনিয়ন বিএনপির সভাপতি সামসুল আলম, সাধারণ সম্পাদক ওসমান গণি, বিএনপি নেতা আমির মাস্টার, ওহিদুজ্জামান, আশরাফ আলী, নজরুল মেম্বার, আসলাম, উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমান বাচ্চু, যুগ্ম-আহ্বায়ক আরিফুল ইসলাম আরিফ, সদস্য সচিব মাহফুজুর রহমান মিল্টন, যুবদল নেতা একরামুল মেম্বার, আমিনুল ইসলাম রশিদ, মাহফুজুর রহমান জনি, রানা, আব্দুল মতিন, আ. কাদের কবির হোসেন, রফিক, সোহেল রানা, আবুল কালাম আজাদ, ছাত্রদল নেতা আফজালুর রহমান সবুজ প্রমুখ। খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম আব্যহত থাকবে বলেও জানিয়েছেন নেতৃবৃন্দ।
পূর্ববর্তী পোস্ট
জয়রামপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন এমপি সহোদর আলী আহম্মেদ সোনা
এছাড়া, আরও পড়ুনঃ