দামুড়হুদায় এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষ্যে অবহিতকরণ কর্মপরিকল্পনাসভা অনুষ্ঠিত

 

দামুড়হুদা অফিস: জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন আগামী ১৮জুন দিনব্যাপী উপলক্ষ্যে দামুড়হুদা উপজেলায় অবহিতকরণ ও পরিকল্পনাসভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বেলা সাড়ে ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ অবহিতকরণসভা অনুষ্ঠিত হয়েছে। অবহিতকরণ সভায় উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার সভাপতিত্বে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হেলেনা আক্তার নিপা বলেন-মনবদেহে ভিটামিন এ ক্যাপসুলের গুরুত্ব তুলে ধরে বলেন, আগামী ১৮ জুন উপজেলার ১৬৯টি স্থানসহ প্রতিটি টিকা কেন্দ্রে ভিটামিন ক্যাপসুল খাওয়ানোর কার্যক্রম চলবে। চলতি বছরে ৩১ হাজার ১১ জন শিশুকে ভিটামিন এ-প্লাস ক্যাপসুল খাওয়ানোর পরিকল্পনা নিয়েছেন স্বাস্থ্য বিভাগ। এর মধ্যে ১২ থেকে ৫৯ মাস বয়সী ২৭ হাজার ৩০১ জন শিশুকে লাল রঙের ক্যাপসুল আর ছয় থেকে ১১ মাস বয়সী ৩ হাজার ৭১০ জন শিশুকে নীল রঙের ভিটামিন ক্যাপসুল খাওয়ানো হবে। এ সময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা সহকারী (ভূমি) কমিশনার সজল কুমার, দামুড়হুদা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসকরা, দামুড়হুদা উপজেলা আ. লীগের সাধারণ সম্পাদক হাজি শহিদুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. শহিদুল ইসলাম, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী এছাড়াও সাংবাদিক ও সুধীজন প্রমুখ।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More