দামুড়হুদা প্রতিনিধি: চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি মো. আলী আজগার টগরের ঐচ্ছিক তহবিলের আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার দুপুর ১২টার দিকে দামুড়হুদা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে উপকার ভোগীদের মাঝে ঐচ্ছিক তহবিলের চেক বিতরণ করা হয়। এ সময় চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলি আজগার টগর বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় দেশের মানুষের কথা ভাবেন। দেশের এমন কোনো জায়গা নেই যেখানে তার নজর নেই। তিনি ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে আমাদের মাধ্যমে সুবিধা বঞ্চিত মানুষের কল্যাণে আর্থিক সহায়তা দিয়ে থাকেন। দামুড়হুদা উপজেলা প্রশাসনের আয়োজনে এসময় উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আলি মুনছুর বাবু, দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা, দামুড়হুদা উপজেলা সহকারী কমিশন (ভূমি) সজল কুমার দাস, দামুড়হুদা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শহিদুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান সাহিদা খাতুন, উপজেলা প্রকৌশলী আব্দুর রশিদ, দামুড়হুদা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হযরত আলী, দামুড়হুদার নতিপোতা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুল হক আজিজ, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিউল কবীর ইউসুফসহ উপজেলার বিভিন্ন দফতরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও উপকারভোগীরা উপস্থিত ছিলেন।