দামুড়হুদা প্রতিনিধি: আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দলের নেতাকর্মীদেরকে সুসংগঠিত করতে দামুড়হুদার হাউলী ইউনিয়নে মতবিনিময়সভা করেছে জাতীয় পার্টি। রোববার বিকেলে লোকনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনাসভা করে দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ। হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি মনিরুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা জাতীয় পার্টির সভাপতি শহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দামুড়হুদা সদর ইউনিয়ন সভাপতি আশরাফ মল্লিক, সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, দর্শনা পৌর সভাপতি এনামুল হক সন্টু, হাউলী ইউনিয়ন সহ সভাপতি শফি উদ্দিন। এ সময় আরও উপস্থিত ছিলেন জাতীয় পার্টির নেতা আনারুল ইসলাম, আশরাফ, রহিম উদ্দিন, রমজান, শহিদ আজম সদু প্রমুখ। আলোচনাসভা শেষে হাজি খতিব উদ্দিন ঢাকা জেলার জাতীয় সৈনিক পার্টির সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় হাউলী ইউনিয়ন জাতীয় পার্টির পক্ষ থেকে সংবর্ধনা দেয়া হয়।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ