দামুড়হুদার সদাবরীর বীর মুক্তিযোদ্ধার দুই বিঘা জমির ফলন্ত চিচিঙ্গা গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার সদাবরী গ্রামের বীর মুক্তিযোদ্ধা শওকত আলী তরফদারের ২ বিঘা ফলন্ত চিচিঙ্গা গাছ শুক্রবার দিনগত রাতে কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে করে তার ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানান তিনি। জানা গেছে, দামুড়হুদা কুড়ুলগাছির সদাবরী হাইস্কুলের পাশে বোকার মাঠ নামক মাঠে দুই বিঘা চিচিঙ্গা চাষ করেন বীরমুক্তিযোদ্ধা শওকত আলী তরফদার। ফলন্ত এ চিচিঙ্গা ক্ষেতে তিনি মাত্র একবার চিচিঙ্গা তুলতে পেরেছেন। শওকত আলী তরফদারের ছেলে আক্তারুজ্জামান জানান, একদিন পর পর কমপক্ষে এ জমি থেকে ১৫ থেকে ২০ মণ করে চিচিঙ্গা তোলা যেতো। বর্তমানে প্রতি কেজি চিচিঙ্গা ৩০ টাকার বেশি দামে পাইকারি বিক্রি হচ্ছে। আমাদের সাথে কারো কোন শত্রুতা নেই। কেউ হয়তো সম্পূর্ণ হিংসার বশবর্তী হয়ে এ জঘন্য কাজটি করেছে বলেই তিনি হাউমাউ করে কেঁদে ওঠেন। তিনি আরও জানান, এ ক্ষেতের প্রতিটি গাছ আমার কাছে সন্তানের মতো। আমি সারাদিন এ ক্ষেতে পড়ে থাকি। ধারকর্য করে এ সবজি ক্ষেত করা হয়েছিলো। এখন ধারদেনা পরিশোধ করবো কি করে। স্থানীয় বেশ কয়েকজন জানান, আক্তারের মতো ভালো ছেলে হয়না। সেই এ ক্ষেতের দেখভাল করে। এ ধরনের শত্রুতা মেনে নেয়া যায় না। এ বিষয়ে দামুড়হুদা উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন আক্তারের সাথে কথা বললে তিনি জানান, আমি ঘটনাটি শোনার পরপরই মাঠে আমাদের দায়িত্বে থাকা উপ-সহকারী কৃষি কর্মকর্তাকে পাঠিয়েছি। সেই সাথে ভুক্তভোগীকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও আমাদের বরাবর একটি লিখিত অভিযোগ দিতে বলেছি। বিষয়টি দেখে ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি। বীর মুক্তিযোদ্ধার পাশে দাঁড়িয়ে তার এ অপুরণীয় ক্ষতি থেকে তাকে আর্থিক সহায়তা প্রদানের জন্য যাবতীয় ব্যবস্থা নিতে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতার আশু হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসীসহ সচেতন মহল।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More