স্টাফ রিপোর্টার: দামুড়হুদা রামনগরের মাদকব্যবসায়ী খাইরুল ইসলামকে ৬ মাসের জেল দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার সকাল ৯টার দিকে ৫শ’ গ্রাম গাঁজাসহ নিজবাড়ি থেকে তাকে গ্রেফতার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাইরুলকে ৬ মাসের কারাদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান। গতকালই তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল সোমবার সকাল ৯টার দিকে চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমানের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের জেলা কার্যালয়ের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ, সহকারী উপ-পরিদর্শক আকবার হোসেন সঙ্গীয় ফোর্সসহ দামুড়হুদার রামনগর গ্রামে অভিযান চালান। এ সময় গ্রামের হঠাৎপাড়ার সুমুর আলী সর্দারের ছেলে খাইরুল ইসলামকে (৪০) নিজবাড়ি থেকে আটক করা হয়। তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় ৫শ’ গ্রাম গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে খাইরুল ইসলামকে ৬ মাসের কারাদ- প্রদান করা হয়। গতকালই খাইরুলকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ