স্টাফ রিপোর্টার: দামুড়হুদার মেসার্স রাব্বি মিশ্রি ফ্যাক্টরিকে ২০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অস্বাস্থ্যকর পরিবেশে মোড়কীকরণ বিধি অমান্য করে মিশ্রি উৎপাদন করায় এ জরিামানা করা হয়। গতকাল বৃহস্পতিবার সকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
জানা গেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহমেদের নেতৃত্বে দামুড়হুদা উপজেলা শহরের বিভিন্ন প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় দশমীপাড়ার মেসার্স রাব্বি মিশ্রি ফ্যাক্টরিকে (ডায়মন্ড) অস্বাস্থ্যকর পরিবেশে মিশ্রি তৈরি ও প্যাকেটে মোড়কীকরণ বিধি অমান্য করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ২০ হাজার টাকা জরিমানা করা হয়। আসন্ন রমজান উপলক্ষে দামুড়হুদা বাজারের চালের দোকানগুলোও তদারকি করা হয়। অভিযানে সহযোগিতায় ছিলেন ক্যাব প্রতিনিধি ও জেলা পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ