কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বয়রা গ্রামের ভ্যানচালক যুবক মো. মিরাজ (১৫) মুজিবনগর উপজেলার আনন্দবাস গ্রামে বিদ্যুৎস্পৃষ্টে মর্মান্তিক মৃত্যু হয়েছে। মিরাজ বয়রা মাঠপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে। গতকাল শনিবার বেলা ১১টায় আনন্দবাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বয়রা গ্রামের ব্যাটারিচালিত ভ্যান নিয়ে বয়রা গ্রাম হতে এসএস পাইপ নিয়ে আনন্দবাস গ্রামে ভাড়ায় যান মিরাজ। আনন্দবাস গ্রামে গিয়ে পাইপগুলো নিজে নামাতে শুরু করেন পাইপের মালিকের বাড়ির সামনে। শেষের পাইপটি রাস্তার পাশে থাকা মেইন বিদ্যুতের তারের সাথে স্পর্শ লাগলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মিরাজ আহত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে মুজিবনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভ্যানযোগে রওনা হলে পথের মধ্যেই মিরাজের মৃত্যু হয়। পরে স্থাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষনা করেন। স্থানীয়রা জানান ভ্যানচালক মিরাজের বাবা ৮ দিন আগে মারা গেছেন। পরিবারের লোকজন শোক কাটিয়ে না উঠতে আবারও শোকের ভিতর পড়লো। মিরাজের মরদেহে সন্ধ্যার সময় নিজ গ্রাম বয়রায় নিয়ে আসলে পুরো এলাকার বাতাস ভারি হয়ে ওঠে।