দামুড়হুদা অফিস: সরকারি নির্দেশনা অমান্য করায় দামুড়হুদার বিষ্ণপুর বাজারে অভিযান চালিয়ে ৯ জনকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বুধবার বেলা ১১টার দিকে দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান এ আদালত পরিচালনা করেন।
আদালতসূত্রে জানা যায়, করোনা দুর্যোগ মোকাবেলায় সরকারি নির্দেশনা অমান্য করার অপরাধে দ-বিধি ১৮৬০সালের ১৮৮ধারায় বিষ্ণপুর গ্রামের মাস-ু রানাকে এক হাজার টাকা, আলামিনকে ৫শ’ টাকা, হাবিবুর, জিনারুল, হান্নান, আলম মোল্লা, আমিনুল, শহর আলি ও ইকরামুলকে ৫০ টাকা করে জরিমানা করেছে আদালতের বিচারক দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দিলারা রহমান। আদালতে দ-প্রাপ্ততা তাদের উপর ধার্যকৃত জরিমানার অর্থ নগদে পরিশোধ করে। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট মাস্ক বিতরণ করেন। আদালত পরিচালনা কাজে সহযোগিতা করেন উপজেলা নির্বাহী অফিসের সার্টিফিকেট সহকারী জিহন আলি,অফিস সহকারী রফিকুল ইসলাম প্রমুখ।
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ