ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার বাঘাডাঙ্গায় রাস্তায় অবৈধভাবে বাঁশের বেড়া দিয়ে দখল নেয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ১০টি পরিবার। ঘটনাটি ঘটেছে দামুড়হুদার কার্পাসডাঙ্গা ইউনিয়নের বাঘাডাঙ্গা গ্রামে। এ ঘটনার প্রতিকার চেয়ে ড়–ক্তভোগীরা দামুডহুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ভুক্তভোগী সুলতান আলী। ৩০ বছর ধরে ১০টি পরিবারের একমাত্র চলাচলের কাঁচা সড়কে বাঁশের বেড়া দিয়ে গতকাল রোববার সন্ধ্যায় আংশিক দখল ও বাকি রাস্তা বাঁশের বেড়া দিয়ে সম্পূর্ণ বন্ধ করে রেখেছেন একই তেতুল মিয়ার ছেলে আসাদল হকগং। ফলে সড়কের ওপর বাঁশের বেড়া দেয়ায় চরম দুর্ভোগে পড়েছেন ভুক্তভোগী পরিবার ও তাদের স্কুল পড়ুয়া সন্তানরা। এতে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে।
অভিযুক্ত আসাদুল হক বলেন, আমার পৈত্রিক সম্পত্তির ওপর বাঁশের বেড়া দিয়েছি। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ জানান অভিযোগ পেলে সাথে সাথে ব্যবস্থা নেবো। দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার বলেন, এ ধরনের কোনো লিখিত অভিযোগ এখনও পর্যন্ত পাইনি। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এছাড়া, আরও পড়ুনঃ