স্টাফ রিপোর্টার: দামুড়হুদার দূর্গাপুরে মাদককারবারী সেলিম হোসেনকে গাঁজাসহ আটকের পর কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল সোমবার বিকেলে নিজ বাড়ি থেকে তাকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ মাসের কারাদ- ও দুইশ টাকা অর্থদ- প্রদান করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। সাজাপ্রাপ্ত সেলিম হোসেন (৩৫) চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলা কুড়–লগাছি ইউনিয়নের দুর্গাপুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত খোদাবক্সের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেনের নেতৃত্বে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের পরিদর্শক ভূপতি কুমার বর্মন, উপ-পরিদর্শক আকবর হোসেন সঙ্গীয় ফোর্সসহ গতকাল সোমবার বিকেল পৌনে ৫টার দিকে দর্শনা থানাধীন দূর্গাপুরে অভিযান চালান। অভিযানকালে দূর্গাপুর পশ্চিমপাড়ার মাদককারবারি সেলিম হোসেনকে নিজ বাড়ি থেকে আটক করা হয়। এ সময় তার বসতঘর তল্লাশি করে উদ্ধার করা হয় এক কেজি গাঁজা। সেখানেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাকে ৭ মাসের কারাদ- ও দুইশ টাকা অর্থদ- প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাদাত হোসেন। গতকালই সাজাপ্রাপ্ত সেলিমকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।