দামুড়হুদার জুড়ানপুর-লক্ষ্মীপুর সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি : ইউএনওর পরিদর্শনে স্বস্তির আশ্বাস

জুড়ানপুর প্রতিনিধি:  ‘দামুড়হুদার জুড়ানপুর-লক্ষ্মীপুর সড়কের মাঝখানে বৈদ্যুতিক খুঁটি রেখেই চলছে প্রসস্থ ও পাকা করনের কাজ’ শিরোনামে দৈনিক মাথাভাঙ্গা পত্রিকায় সংবাদ প্রকাশের পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা  ওই স্থান পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্বস্তির আশ্বাস দিয়েছেন। জুড়ানপুর-লক্ষ্মীপুর সড়কে প্রায় ২ কিলোমিটারের উভয়পাশে প্রশস্তকরণ ও পাকা করার কাজ প্রায় শেষ করেছে দামুড়হুদা উপজেলা সড়ক ও জনপদ বিভাগ। রাস্তা প্রশস্ত করার ফলে জুড়ানপুর বাজার থেকে পশ্চিমপাড়া পর্যন্ত ১১ হাজার ভোল্টেজ ক্ষমতাসম্পন্ন বিদ্যুৎ সংযোগের ৩টি বৈদ্যুতিক খুঁটি রাস্তার মাঝখানে পড়ে। রাস্তাটি খুবই গুরুত্বপূর্ণ। এ রাস্তা দিয়ে প্রতিদিন ভ্যান, রিকশা, অটোবাইকসহ বিভিন্ন যানবাহন ও প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীরা চলাচল করে। ওই রাস্তার মাঝে আছে ৩টি পল্লী বিদ্যুতের খুঁটি। পত্রিকায় এ বিষয়ে সংবাদ প্রকাশিত হলে বিষয়টি নজরে আসে কর্তৃপক্ষের। সংবাদ প্রকাশের ৪দিন পর দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার রোকসানা মিতা গতকাল রোববার বিকেল ৫টায় সরোজমিনে বৈদ্যুতিক খুঁটি পরিদর্শন করেন। এসময় তিনি বলেন, উপজেলা নির্বাহী প্রকৌশলীর কার্যালয় থেকে আমার কাছে একটা চিঠি এসেছে। আমি পল্লী বিদ্যুতের জোনাল অফিসসহ ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি। রাস্তার মধ্যে পল্লী বিদ্যুতের ওই খুঁটিগুলো দ্রুতই সরানো হবে। বিষয়টি অফিসিয়ালভাবে জানানো হয়েছে। অনুমোদন হলে খুব তাড়াতাড়ি খুঁটিগুলো সরানোর ব্যবস্থা করা হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

এছাড়া, আরও পড়ুনঃ

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More