কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুনিয়া চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত শিক্ষক মাও. মো. আনোয়ার হোসেন (৮৮) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। অবসরপ্রাপ্ত শিক্ষক মাও. আনোয়ার হোসেন গত পরশু বৃহস্পতিবার দিনগত রাত ১১ টার দিকে উত্তর চাঁদপুর নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে ৩ ছেলে, ২ মেয়ে নাতি-নাতনীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল শুক্রবার আছরের নামাজের পর উত্তর চাঁদপুর কবরস্থানে বিভিন্ন শ্রেণি-পেশার মুসুল্লিদের উপস্থিতে মৃতব্যক্তির জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন হয়। উল্লেখ্য মাও. আনোয়ার হোসেন কুনিয়া চাঁদপুর সিদ্দিকীয়া দাখিল মাদরাসায় কোরআন মাজিদের শিক্ষক ছিলেন। তিনি ২০০৮ সালে মাদরাসা থেকে অবসর গ্রহণ করেন।
পূর্ববর্তী পোস্ট
আলমডাঙ্গার জামজামি বাজারে একইরাতে ৩টি দোকানে চুরি : সিসি ক্যামেরায় ফুটেজে চোর শনাক্ত
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ