দামুড়হুদা ব্যুরো : দামুড়হুদার গোপালপুর গ্রামের পানিবন্দি মানুষের পাশে দাঁড়ালেন উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। তিনি গতকাল বুধবার সকালে গোপালপুর গ্রামে যান এবং পানিবন্দি মানুষের দূর্ভোগের কথা শোনেন। তিনি ব্যক্তিগত তহবিল থেকে পানিবন্দি অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করেন। এ ছাড়া চলাচলের অনুপযোগি হয়ে পড়া ওই গ্রামের একটি কালভার্ট পরিদর্শণ করেন এবং মেরামতের জন্য আর্থিক অনুদান প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি রেজাউল হক, সাধারণ সম্পাদক আবুল কালাম, সাবেক সভাপতি নাজিম উদ্দীন, আওয়ামী লীগ নেতা ফরজ আলী, সোলাইমান হক, টুকু মিয়া, মুকুল হোসেনসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। # #
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ