দামুড়হুদার খোকন দাস সাড়ে ৫ লিটার চুলাই মদসহ গ্রেফতার
দামুড়হুদা অফিস: দামুড়হুদা দাসপাড়ার খোকন দাসকে (৪৭) সাড়ে ৫ লিটার চুলায় মদসহ গ্রেফতার করেছে পুলিশ। খোকন দাস দামুড়হুদা উপজেলা সদরের দাশপাড়ার মৃত শ্রী অনিল দাশের ছেলে। গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে তাকে গ্রেফতার করে দামুড়হুদা মডেল থানা পুলিশ।
পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের সূত্রে দামুড়হুদা দাশপাড়া থেকে খোকন দাসকে গ্রেফতার করে থানা পুলিশের এসআই মারজান আল মোনায়েম, এসআই সঞ্জয়সহ সঙ্গীয় ফোর্স। এ সময় গ্রেফতারকৃত তথ্যানুযায়ী তার বসতঘরের খাটের নিচ থেকে প্লাস্টিকের ব্যাগে বোতলে রাখা সাড়ে ৫ লিটার চুলায় মদ উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতর বিরুদ্ধে দামুড়হুদা মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন বলেও জানা গেছে।