কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করে ৩ প্রতিষ্ঠানকে ৫৭ হাজার টাকা জরিমানা করেছে। গতকাল রোববার জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদফতরের মহা-পরিচালকের সার্বিক নির্দেশনা এবং চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের তত্ত্বাবধানে চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদের নেতৃত্বে দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা বাজার এলাকায় এ ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে কার্পাসডাঙ্গা বাজারে মেসার্স হারুন স্টোর থেকে জব্দ করা হয় বিপুল পরিমাণ নকল দেশি-বিদেশি তেল ও অন্যান্য কসমেটিকস। এছাড়াও রয়েছে মেয়াদোত্তীর্ণ পণ্যের ওপর নতুন করে মেয়াদ বাড়িয়ে লেখা পণ্য। দোকানদার নিজেও জানেন এগুলো নকল ও মেয়াদোত্তীর্ণ। তারপরও তিনি ভোক্তাদের সাথে এভাবে প্রতারণা করে আসছিলেন। ভোক্তা অধিকার প্রতিষ্ঠানটির মালিক আহসান হাবিবকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৪১ ও ৫১ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় জব্দকৃত মালামাল পুড়িয়ে দেয়া হয়েছে। অপরদিকে, মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য বিক্রয়ের জন্য মেসার্স শীলন স্টোরকে ১ হাজার টাকা ও কলোনিপাড়ার মেসার্স আর এস বেকারিকে পণ্যে অগ্রিম মেয়াদ লেখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যদ্রব্য তৈরির অপরাধে ৩৭/৪৩ ধারায় ৬ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে মোট ৫৭ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপস্থিত সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য অনুরোধ জানানো হয়। নিরাপত্তার দায়িত্বে ছিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি টিম। জনস্বার্থে এ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানা গেছে।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ