ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুডহুদার কার্পাসডাঙ্গা বাজারে অভিযান চালিয়ে বিদেশী মাগুর মাছ বিক্রির অপরাধে এক খুচরা মাছ বিক্রেতা সিরাজুল ইসলামকে মৎস্য আইন ১৯৮৫ এ ধারায় দুই হাজার জরিমানা করেছেন। এতিম খানায় বিতরণ করেন। গতকাল বৃহস্পতিবার দুপু ১২টায় দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ অভিযান পরিচালনা করেন। তার সঙ্গে ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা আয়ুব আলী ও কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আতিকুর রহমান জুয়েল। উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) নির্বাহী ম্যাজিস্ট্রেট সু-দীপ্ত কুমার সিংহ জানান, কার্পাসডাঙ্গা বাজারে অসাধু ব্যবসায়ীরা বিদেশী মাগুর মাছ খাওয়ার জন্যে নিষিদ্ধ নয় কিন্তু বাংলাদেশে এ মাছ চাষ করার উপযোগী নয়। এ মাছ চাষের ব্যয়বহুল খরচ। মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়।