কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গায় মা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টায় কার্পাসডাঙ্গা ইসলামি প্রি-ক্যাডেট ও বেবি টিচিং সেন্টার প্রতিষ্ঠানের পরিচালক মাও. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা সাহিত্য সংসদের সভাপতি ও আন্তর্জাতিক সাহিত্য এবং সাংস্কৃতিক সংগঠনের নেতা রবিউল হোসেন শুকলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত শিক্ষক আনছার আলী, শিক্ষক আবু বক্কর, প্রতিষ্ঠানের অধ্যক্ষ রোকেয়া খাতুন, শিক্ষক আশিকুর রহমান, রাসেল আহম্মেদ, নাসরিন নাহার খাতুন, রিক্তা খাতুন, সাবিকুন নাহার, বিউটি খাতুন, অভিভাবকবৃন্দ ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন শিক্ষক আবু বক্কর।
পূর্ববর্তী পোস্ট
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ