ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৩ মোটরসাইকেল চালককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালতসূত্রে জানাগেছে, গতকাল বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বাজারের কাস্টমমোড়ে দুই মোটরসাইকেল চালককে অপ্রয়োজনীয় ঘোরাফেরার দায়ে ১৮২০ সালের ১৬৮ ধারায় দুজনকে ৫শ’ করে ১ হাজার টাকা জরিমানা করা হয় এবং ২০১৮ সালের সড়ক পরিবহন আইনে ৬৬ ধারায় ড্রাইভিং লাইসেন্স না থাকায় ১ হাজার ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মহিউদ্দিন। সহযোগিতায় ছিলেন পেশকার জিহন আলী, অফিস সহকারী রফিকুল ইসলাম, কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মেজবাহুর রহমানসহ একদল পুলিশ।
পূর্ববর্তী পোস্ট
ঝিনাইদহ কালীগঞ্জে স্ত্রীর মামলায় প্যানেল চেয়ারম্যান কারাগারে
এছাড়া, আরও পড়ুনঃ