কার্পাসডাঙ্গা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়নে আসন্ন পবিত্র রমজান উপলক্ষে ভর্তুকি মূল্যে জেলা প্রশাসনের মাধ্যমে নিম্ন আয়ের মানুষের নিকট টিসিবির পণ্য সামগ্রী বিক্রয় শুরু হয়েছে। বুধবার সকাল ১০ টার দিকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল করিম বিশ্বাসের সভাপতিত্বে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাছলিমা আক্তার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টিসিবির পণ্য সামগ্রী বিক্রয়ের উদ্বোধন করেন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্নসাধারন সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, মখলেছুর রহমান রিপন, যুবলীগের সাধারন সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্নসাধারন সম্পাদক শরীফুজ্জামান শরীফ, প্যানেল চেয়ারম্যান মনিরুজ্জামান মন্টু, ইউপি সদস্য আলমগীর হোসেন, বিল্লাল হোসেন, সিরাজুল ইসলাম, মাহবুর রহমান, আব্দুস সালাম, আব্দুর রাজ্জাক, নুর মোহাম্মদ ভগু, সাজিবর রহমান, আনেহার খাতুন, সুমিয়া খাতুন, দেলোয়ারা খাতুন, ট্যাগ অফিসার আরিফুল ইসলাম, প্রমুখ। উপকারভোগী পরিবারের মাঝে প্রতি লিটার ১১০ টাকা দরে ২ লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে ২ কেজি চিনি, ৬৫ টাকা কেজি দরে ২ কেজি মসুর ডাল দেয়া হয়।
পূর্ববর্তী পোস্ট
চুয়াডাঙ্গাসহ ২৬ জেলা আদালতে ব্রেস্ট ফিডিং কর্নার স্থাপনের নির্দেশ
পরবর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ