ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদার কার্পাসডাঙ্গায় প্রতিবন্ধী শিক্ষার্থীদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি মেডিক্যাল থেরাপি ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় কার্পাসডাঙ্গা বৈশাখী বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের সভাপতি আহসান হাবিব পিয়ারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। শীতবস্ত্র ও ফ্রি মেডিক্যাল থেরাপি ক্যাম্পেইন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রতিবন্ধী উন্নয়ন ও সাহায্য কেন্দ্র অফিসার আনারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কনসান্ট্যাল ফিজিওথেরাপি প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র অফিসার নুর আলম আকাশ, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সাংগঠনিক সম্পাদক ও ইসলামী ফাজিল মাদরাসার সভাপতি জাহিদুর ইসলাম মুকুল, উপজেলা শ্রমিক লীগের সিনিয়র সহ-সভাপতি হাসিবুজ্জামান শহীদ বিশ্বাস। এ সময় বক্তারা বলেন, সমাজে অনেক অবহেলিত প্রতিবন্ধী ছেলে মেয়ে নির্যাতনের শিকার হয়। তবে আর নয় নিপীড়িত ও নির্যাতিত প্রতিবন্ধী ছেলে মেয়েদের জন্য গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বিভিন্ন দপ্তরের মাধ্যমে যে কোনো ধরনের মানসম্মত সেবা প্রদান করে থাকেন। প্রতিবন্ধী ছেলে-মেয়েদের সময়মত প্রতিবন্ধী স্কুলে ভর্তি করিয়ে লেখাপড়ার সুযোগ করে দিলে তাদের মেধা বিকাশ ঘটবে ফলে নিরক্ষতা দূর হবে। আরো বলেন, আমরা প্রতিবন্ধীদের মাঝে যেসব চিকিৎসা সেবা প্রদান করে থাকি যেমন স্ট্রোক, প্যারালাইসিস, অটিজম, বাত-ব্যথা, ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি, স্পিচ এন্ড ল্যাঙ্গুয়েজ থেরাপিসহ যেকোনো ধরনের প্রতিবন্ধীতার ঝুঁকিতে থাকা ব্যক্তিদের এ সব সেবা প্রদানের পাশাপাশি সহায়ক উপকরণ হুইল চেয়ার, ট্রাই সাইকেল, হিয়ারিং এইড, সাদাছড়ি, ক্রাচসহ প্রভৃতি সরঞ্জাম প্রদান করে থাকি। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রতিবন্ধী থেরাপি সহকারী সৈমা সরকার, বৈশাখী বিশেষ শিক্ষা প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিলন আলী, সহকারী প্রধান শিক্ষক মহিউদ্দিন, সহকারী শিক্ষক রকিবুল ইসলাম, রাশিদুল ইসলাম, সাইফুল ইসলাম, মহিদুল ইসলাম, আজনিহার খাতুন, আকলিমা খাতুন, নাহিদা খাতুন, হাসিনা বেগম, তানিয়া খাতুন, রাহাজান খাতুন, তানজিরা খাতুন প্রমুখ।
মন্তব্যসমূহ বন্ধ করা হয়, কিন্তু ট্র্যাকব্যাক এবং পিংব্যাক খোলা.