মিরাজুল ইসলাম মিরাজ: দামুড়হুদার কাদিপুর মরাগাংয়ে ব্যক্তি মালিকানার জমি দখল করে রাখার অভিযোগ করা হয়েছে। এ ঘটনায় জমির মালিক ভুক্তভোগী দিদার বক্স বাদী হয়ে ডুগডুগি গ্রামের মৃত দীন মোহাম্মদের ছেলে মিজানুর রহমানের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন। লিখিত অভিযোগ সূত্রে জানাগেছে, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নের কাদিপুর মরাগাংয়ের ধারে তারিনীপুর গ্রামের দিদার বক্সের জয়রামপুর মৌজায় ২৫৭৩ খতিয়াতের ৯৩২০ দাগে ৬১শতক ব্যক্তি মালিকানা জমি রয়েছে। দীর্ঘদিন যাবত ওই জমি লিজ নিয়ে অবৈধপন্থায় (সরকারি ইজারা বিহীন) মরাগাংয়ে মাছ চাষ করে আসছে ডুগডুগি গ্রামের মিজানুর রহমান। সম্প্রতি সময়ে ওই ব্যক্তি মালিকানা জমি লিজের মেয়াদ শেষ হয়েছে। জমি মালিক দিদার বক্স তার জমি নিজের আয়ত্তে নিতে জমিতে খুঁঁটি পুতে সীমানা নির্ধারণ করতে গেলে মিজানুর রহমান দখল না ছেড়ে গালিগালাজসহ খুন জখমের হুমকি ধামকি প্রদান করে। এ ঘটনায় ভুক্তভোগী দিদার বক্স শরণাপন্ন হয়েছেন থানার। মিজানুর রহমানকে অভিযুক্ত করে একটি লিখিত অভিযোগ করেছেন দামুড়হুদা মডেল থানায়। অভিযোগকারি দিদার বক্স বলেন, মরাগাংয়ের সাথে আমার ব্যক্তি মালিকানাধীন প্রায় ৬১শতক পরিমান জমি আছে। আর এই জমিতে মরাগাংয়ের পানি থাকে বর্ষা মরসুম থেকে শীত মরসুম পর্যন্ত। যার ফলে জমিটি লিজ নেই স্থানীয় জলাশয় ব্যবসায়ী মিজানুর রহমান। চলতি মরসুমে তার জমির লিজের মেয়াদ শেষ হয়েছে, তব্ওু সে আমার জমি জোরপূর্বক দখল করে রেখেছে। তাকে আমার জমির দখল ছেড়ে দিতে বললে সে আমাকে বাঁশের লাঠি সোঠা দিয়ে মারতে যায় এবং প্রাণ নাশের হুমকি দেয়। এমন অবস্থায় সে আমার ও আমার পরিবারের বড় ক্ষয় ক্ষতি করতে পারে বলে আশঙ্কা করছি। এমন পরিস্থিতির কারণে আমি থানা পুলিশের আশ্রয় নিয়ে তার বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছি। অভিযোগ তদন্তকারী এসআই সোয়াদ বীন মোবারক ঘটনাস্থল পরিদর্শন করে গেছেন। এ বিষয়ে অভিযুক্ত মিজানুর রহমানের নিকট তার ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল করে কথা বলার চেষ্টা করা হলেও সে কল রিসিভ করেননি। হাউলী ইউনিয়ন পরিষদের মেম্বার শাহজামাল হোসেন বলেন, মামলা জটিলতাসহ বিভিন্ন কারণে দীর্ঘদিন মরাগাংটির সরকারি ভাবে ইজারা দেয়া হয়না। সরকারি ভাবে মরাগাংটি উন্মুক্ত করে দেয়া হয়। স্থানীয়রা সম্মিলিত ভাবে গত কয়েক বছর যাবত মাছ চাষ করে আসছিলো। সম্প্রতি সময়ে মাছ চাষিদের মাঝে বিভিন্ন কারণে দ্বন্দ্ব বাদে। দু’পক্ষে বিভক্ত হয় মাছ চাষিরা। গত কয়েকদিন পূর্বে এক পক্ষ মাছের পোনা ছেড়েছে। মরাগাংয়ের অভ্যান্তরে থাকা ব্যক্তি মালিকানা জমির মালিকদের জমির লিজের টাকা পরিশোধ না করাই মাঝে মাঝে ঝামেলা সৃষ্টি হচ্ছে। গত কদিন আগে তারিনীপুর গ্রামের দিদার বক্স কে মারপিট করার হুমকি ধামকি দিয়েছে বলে জেনেছি। এ ঘটনায় ডুগডুগি গ্রামের মিজানুর রহমানের নামে থানাতে একটি লিখিত অভিযোগও করেছে ভুক্তভোগী দিদার বক্স। তবে এভাবে চলতে থাকলে একটা বড় দুর্ঘটনা ঘটতে পারে বলে ধারনা করা হচ্ছে। বিষয়টির সূরাহ হওয়া দরকার। দামুড়হুদা মডেল থানার এসআই অভিযোগ তদন্তকারী কর্মকর্তা সোয়াদ বিন মোবারক বলেন, জমি সংক্রান্ত একটা লিখিত অভিযোগ পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি তদন্ত করা হয়েছে। উভয় পক্ষকেই আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বলা হয়েছে। খুব শীঘ্রয় বিষয়টির সুষ্ঠু সমাধান করা হবে। উল্লেখ্য, দামুড়হুদা উপজেলার হাউলী ইউনিয়নস্থ কাদিপুর, রঘুনাথপুর, বাস্তুপুর, তারিনীপুরের মধ্য দিয়ে ১শ বিঘার অধিক জমি নিয়ে মরাগাংটি একটি বিশাল জলমহাল। দীর্ঘদিন যাবত মরাগাংটি নিয়ে মামলা জটিলতা ও মরাগাংয়ের তলদেশ ভরাট হয়ে যাওয়ার ফলে সরকারি ইজারা দেয়া বন্ধ রয়েছে। ইতোপূর্বে এ জলমহালটিকে ঘিরে গত ৫বছর আগে একটা হত্যা কান্ডের ঘটনাও ঘটেছে। এখনই যদি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জলমহালটিতে হস্তক্ষেপ না করে তাহলে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছে সচেতন মহল। বিষয়টি সুষ্ঠু সমাধানে চুয়াডাঙ্গা-২আসনের সংসদ সদস্য হাজী আলি আজগার টগর ও চুয়াডাঙ্গা জেলা প্রশাসক মো. আমিনুল ইসলাম খাঁনের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতন মহলসহ ভুক্তভোগী মহল।