দামুড়হুদা অফিস: দামুড়হুদার মরহুম গোলাম মোর্তোজা’র নামে প্রস্তাবিত স্থানে এতিমখানার বসানো সাইনবোর্ড ভেঙে দিয়েছে দুর্বৃত্তরা বলে অভিযোগ উঠেছে। গত শনিবার দামুড়হুদা উপজেলা সদরের মাথাভাঙ্গা নদী সংলগ্ন স্থানে মরহুম গোলাম মোর্তোজার স্মরণে ৭শতক মূল্যবান জমি দান করেন তার পিতা হাজি আব্দুল মান্নান তরফদার। ওই দিনই জমিটিতে বসানো হয় এতিমখানার সাইনবোর্ড।
জানা যায়, দামুড়হুদা উপজেলা সদরের দশমীপাড়ার হাজি আব্দুল মান্নান তরফদারের ছোট ছেলে মরহুম গোলাম মোর্তোজা’র স্মরণে শনিবার বিকেলে এতিমখানা স্থাপনের লক্ষ্যে নিধারিত স্থানে সাইনবোর্ড লাগানো হয়। পরদিন রোববার সকালে এতিমখানার জমিদানকারী হাজি আব্দুল মান্নান তরফদারের বড় ছেলে মোস্তাক তরফদার এতিমখানার জন্য নির্ধারিত জমিতে গিয়ে দেখতে পান সাইনবোর্ডটি ভাঙা পড়ে আছে। এতিমখানার নামে বসানো সাইনবোর্ড ভেঙে দেয়ার ঘটনায় স্থানীয়রা তীব্র নিন্দা জ্ঞাপন করে ক্ষোভ প্রকাশ করেছে।
হাজি আব্দুল মান্নান তরফদার বলেন, গতবছর আমার ছোট ছেলে গোলাম মোর্তোজা মৃত্যুবরণ করে। আমি তার স্মরণে দামুড়হুদার মাথাভাঙ্গা নদী সংলগ্ন ৭শতক জমি এতিমখানার জন্য দান করি। শনিবার বিকেলে ওই জমিতে দোয়া অনুষ্ঠান করে একটি সাইনবোর্ড লাগিয়ে দিয়ে আসি। দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. আশরাফুল ইসলাম। তিনি আরও বলেন, আমার ছেলে সমাজের ছোট বড় সকলের সাথে মিলে মিশে থাকতো। সে কারো কোনো ক্ষতি করিনি কখনো। তার স্মরণে এতিমখানা নির্মাণ করা হবে তাতেও বাঁধা দিতে চাইছেন কারা জানি না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে হেদায়েত দান করুক।