দর্শনা অফিস: দর্শনা হল্টস্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা যাত্রাবিরতি নিশ্চিতকরণসহ ৫ দফা দাবিতে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে দর্শনা হল্টস্টেশন চত্বরে সভায় সভাপতিত্ব করেন হাজি আকমত আলী। ৫ দফা দাবির মধ্যে রয়েছে দর্শনা আন্তর্জাতিক রেলস্টেশন থেকে দুটি যাত্রীবাহী ট্রেন চালুর ব্যবস্থা করতে হবে। দর্শনা স্টেশনে মৈত্রী ট্রেনে কোলকাতা ও বাংলাদেশগামী যাত্রীদের জন্য আসন বরাদ্দসহ ওঠা-নামার ব্যবস্থা, পুরাতন বাজার রেল ক্রসিং ও দর্শনা-চুয়াডাঙ্গা মহাসড়কের রেলগেটে সড়কে ওভারপাস ও আন্ডারপাস নির্মাণ করতে হবে। রেল ইয়ার্ডটি পুরাতন বাজার থেকে মাদারপাড়ায় স্থানান্তর করা এবং একটি আধুনিক রেলওয়ে কন্টেইনার ইয়ার্ড নির্মাণ করে রাজস্ব আয়ের ক্ষেত্র তৈরিসহ খুলনা-দর্শনা ডাবল লাইনের কাজ দ্রুত শেষ করতে হবে। সভায় প্রধান অতিথির বক্তব্যে দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান বলেন, দর্শনা পৌরসভাসহ সকল মানুষের দাবি দর্শনা হল্ট স্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা যাত্রাবিরতী ব্যবস্থাকরণ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম, রবিউল আলম বাবু, ইবাদাত ম-ল, বিশারত ম-ল, মালেক ম-ল, সাংবাদিক ইকরামুল হক পিপুল, ছাত্রনেতা রাশেদ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্যে দর্শনার জন্য আমরা সংগঠনের আহ্বায়ক আনারুল ইসলাম বাবু বলেন, আমাদের সাক্ষর এবং অবেদনপত্র মন্ত্রী মহোদয় বরাবর জমা দেয়ার পর অন্তত দর্শনা হল্টস্টেশনে সুন্দরবন আপ ও চিত্রা যাত্রাবিরতী নিশ্চিতকরণ সবার আগে চাই এবং অন্যন্য দাবিগুলো তারা পূরণ করবে সেই দাবিতে মাঠ ছাড়বো না আমরা। অনুষ্ঠানটি পরিচালনা করেন সাজ্জাদ হোসেন।
পূর্ববর্তী পোস্ট
এছাড়া, আরও পড়ুনঃ