দর্শনা-মুজিবনগর সড়কের কিছু অংশ সংস্কারকালে আলি মুনছুর বাবু
রাস্তাটি সংস্কার করতে পেরে আমার খুব ভালো লাগছে
কার্পাসডাঙ্গা/ভ্রাম্যমাণ প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার দর্শনা-মুজিবনগর সড়কের কার্পাসডাঙ্গা কাস্টমমোড় থেকে আরামডাঙ্গা বটতলা পর্যন্ত রাস্তাটি খানাখন্দে ভরা ও ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে দীর্ঘদিন ধরে। তাই চলাচল করতে গিয়ে প্রতিনিয়িত পথচারী ও বিভিন্ন যানবাহনের যাত্রীরা ভোগান্তির শিকার হয়ে আসছিলেন। এমতাবস্থায় রাস্তাটি ব্যক্তিগত উদ্যোগ নিয়ে সংস্কার করলেন দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবু। গতকাল বুধবার সকাল থেকে কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের নেতাদের সহযোগিতায় রাস্তাটির সংস্কারের কাজ শুরু হয়। এ সময় আলি মুনছুর বাবু বলেন, ইউনিয়ন আ.লীগের নেতারা এই রাস্তার বেহাল দশার কথা আমাকে বলেছিলো। আমার এলাকার জনসাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে এলাকার ইটভাটা মালিকদের সাথে যোগাযোগ করে তাদের সহায়তায় সংস্কারের কাজটি করা হচ্ছে। রাস্তাটি সংস্কার করতে পেরে আমার খুব ভালো লাগছে। করোনা ভাইরাসের কারণে সড়কটির কাজ পিছিয়ে গেছে। দ্রুত কাজ শুরু হবে বলে তিনি জানান, এ বিষয়ে ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক নজির আহম্মেদ বলেন, সড়কটির মধ্যবর্তী কিছু অংশ দীর্ঘদিন ধরে বেহাল অবস্থার সৃষ্টি হয়ে জনসাধারণের চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। উপজেলা চেয়ারম্যান আলি মুনছুর বাবুর কাছে মৌখিকভাবে বিষয়টি জানানো হলে তিনি উদ্যোগ নিয়ে রাস্তাটি সংস্কার করে জনসাধারণের চলাচলের উপযোগী করে তোলেন। এ সময় উপস্থিত ছিলেন কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের সহ-সভাপতি আব্দুল কাদের বিশ্বাস, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক মখলেছুর রহমান রিপন, আ.লীগ নেতা, লুৎফর রহমান, শওকত আলী, রেজাউল করিম মিন্টু, মনিরুজ্জামান বিশ্বাস মেম্বার, ভাটা ব্যবসায়ী আব্দুল মান্নান, আব্দুল মালেক, পল্টু মিয়া, শহিদুল সর্দ্দার, আশারাফুল হক আশা, শহিদ বিশ্বাস, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজ কচি, যুগ্ম-সম্পাদক রতন বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন, সহ-সম্পাদক মনি ফুরুই, ছাত্রলীগনেতা অপু সরকার।