দর্শনা বাস-টার্মিনাল নির্মাণকাজের উদ্বোধনকালে এমপি আলী আজগার টগর
দর্শনাকে যানজটমুক্ত রাখতে বাস-টার্মিনালের বিকল্প নেই
দর্শনা অফিস: দর্শনাবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নের মধ্যে অন্যতম বাস-টার্মিনাল নির্মাণ। টার্মিনাল নির্মাণ কাজ বছর পাচেক আগে শুরু হলেও হঠাৎ তা বন্ধ হয়ে যায়। দীর্ঘ ৫ বছর পর দর্শনা বাস-টার্মিনাল নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করলেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর। জেলা পরিষদের অর্থায়নে এ কাজ সম্পন্ন করা হবে। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টার দিকে নির্মাণকাজের ফলক উন্মোচনকালে এমপি টগর বলেন, স্বাধীনতার স্বপ্নদোষ্টা, বাংলাদেশের স্থপতি, বাঙালি জাতির মুক্তিদাতা, স্বাধীনতা যুদ্ধের মহানায়ক, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে গোটা দেশে বিস্ময়কর উন্নয়ন সাধিত হয়েছে। উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্ব দরবারে পরিচিতি পেয়েছে শেখ হাসিনা সরকার। গোটা দুনিয়ায় মাথা উঁচু করে দাড় করিয়েছেন বাংলাদেশকে। বিভিন্ন দেশ এখন অনুসরণ করছে শেখ হাসিনা সরকারের উন্নয়নের মডেলকে। আ.লীগ সরকার উন্নয়নে বিশ্বাসী, বিশ্বাসী গণতন্ত্রে। দেশের মানুষ আ.লীগ সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে সন্তুষ্ট হয়ে ভোটের মাধ্যমে বারবার শেখ হাসিনা সরকার গঠন করছেন। আ.লীগ কখনো সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। যারা অপরাধমূলক কর্মকা-ের অপচেষ্টা করছে এবং গণতান্ত্রিক ধারা ব্যহত করছে তারা যথা সময়ে উচিৎ শিক্ষা পাবে। আ.লীগ সরকার দেশ পরিচালনা দায়িত্ব পাওয়ার পর থেকেই আপরাধীদের বিপক্ষে অপবস্থান নেয়ায় দেশবাসীর নিরাপত্তা নিশ্চিত হয়েছে। সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে সাধ্যের সবটুকুই নিঙড়ে দিয়েছি এলাকার উন্নয়নে। দর্শনাবাসীর দীর্ঘদিনের স্বপ্নপূরণ হতে চলেছে। বাস-টার্মিনালটি নির্মিত হলে যেমন যানজটমুক্ত হবে, তেমনি দুর্ঘটনা থেকে রক্ষা পাবেন সাধারণ মানুষ। উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান আলি মুনছুর বাবু, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, কেরুজ শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি তৈয়ব আলী, সাধারণ সম্পাদক মাসুদুর রহমান, বিশিষ্ট সমাজসেবক হাজি আকমত আলী, জেলা পরিষদের সদস্য মুন্সি সিরাজুল ইসলাম, দর্শনা পৌর প্যানেল মেয়র রবিউল হক সুমন, রেজাউল ইসলাম, আম্বিয়া খাতুন ফুট্ররি, মঈনুদ্দিন মন্টু, চান্দু মাস্টার, জাহানারা খাতুন, সাহিকুল আলম অপু, আব্দুল খালেক, কানচু মাতবর, নজরুল ইসলাম, মনির সরদার, সুরাতন নেছা, সাবেক ইউপি সদস্য ওমর আলী, আ.লীগ নেতা জয়নাল আবেদীন নফর, আব্দুল হাকিম, সিরাজুল ইসলাম, জাহিদুল ইসলাম প্রমুখ। দোয়া পরিচালনা করেন মাও উসমান গণি।