দর্শনা অফিস: আসন্ন দর্শনা পৌরসভার উপ-নির্বাচনে আ.লীগের মনোনয়ন প্রত্যাশী সম্ভাব্য মেয়র প্রার্থী দর্শনা পৌর যুবলীগের সাধারণ সম্পাদক শেখ আসলাম আলী তোতাসহ রয়েছেন ৭ প্রার্থী। নির্বাচনকে সামনে রেখে সাম্ভাব্য প্রার্থীরা বিভিন্নভাবে চালিয়ে যাচ্ছেন নির্বাচনী প্রচারণা। দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে মোটর সাইকেল শো-ডাউন করেছেন শেখ আসলাম আলী তোতা। তার পক্ষে ছাত্রলীগের নেতাকর্মীরা হ্যান্ডবিল বিতরণ করেছেন। গত মঙ্গলবার বিকেলে দর্শনা শান্তিপাড়ার সুগন্ধা মাঠ থেকে ২ শতাধিক মোটর সাইকেলের শো-ডাউন বের করে দর্শনা পৌর শহরের প্রতিটি ওয়ার্ড প্রদক্ষিণ করে। এ সময় তোতার সাথে ছিলেন যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীর মধ্যে সোহেল আমান, সোহেল সরদার বাপ্পা, খাইরুল, রাসেদ, রস্তম, মহিবুল, রাজ, আকাশ, মাসুম ইমন, রায়হান, আক্তার, পিকু, শোভন, সনি, পাভেল, সবুজ প্রমুখ। এদিকে গতকাল বুধবার বিকেলে দর্শনা রেলবাজার এলাকায় শেখ আসলাম আলী তোতার পক্ষে হ্যান্ডবিল বিতরণ করা হয়েছে। হ্যান্ডবিল বিতরণকালে উপস্থিত ছিলেন আল মারুফ পিকু, আক্তার শেখ, শোভন, ইব্রাহিম, খলিল সনি, সাইফুল, অন্তর, পাভেল, আয়নাল, সবুজ, রিফাত, স¤্রাট, রাতুল, রিয়াদ, শাওন, নিশাত প্রমুখ।